বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের আগে শ্রীলঙ্কা, পাকিস্তানও, বিরোধীদের নিশানায় মোদী
October 15, 2022 | < 1min read
বিশ্ব ক্ষুধা সূচক-২০২২-এ ১২১টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০৭। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান, নেপাল এমন কী রাজনৈতিক অশান্তিতে বিধ্বস্ত শ্রীলঙ্কার চেয়েও অনেক পিছিয়ে আছে ভারত।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। জিএইচআইয়ের ওয়েবসাইটে সূচকটি প্রকাশিত হয়েছে।সূচক অনুযায়ী, গত বছর ভারতের অবস্থান ছিল ১০১তম, স্কোর ২৭ দশমিক ৫। ২০২০ সালে ভারতের অবস্থান ছিল ৯৪তম।
এবারের সূচকে ৯৯তম স্থানে রয়েছে পাকিস্তান, ৮৪তম স্থানে বাংলাদেশ, ৮১তম স্থানে রয়েছে নেপাল এবং ৬৩তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। স্বভাবতই বছরের পর বছর দেশের খাদ্য সংক্রান্ত এরকম অবস্থা প্রকট হবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশান করছেন বিরোধীরা।