হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা হলেও গুজরাতেরটা নয় কেন? শুরু বিতর্ক
শুক্রবার হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন। তবে এখনই গুজরাত বিধানসভা নির্বাচনের কোনও সূচি জানালেন না মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অথচ, ২০১৭ সালেও দুই রাজ্যে ভোট হয়েছিল একই সঙ্গে। ভোট গণনাও হয়েছিল একই দিনে। তাহলে ভোট ঘোষণার দিনে ফারাক কেন? তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
শোনা যাচ্ছে, দিওয়ালির পর গুজরাতের ভোটের দিন ঘোষণা করতে পারে কমিশন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যে একাধিক সরকারি কর্মসূচিতে যেতে পারেন। তাতে একাধিক শিলান্যাস বা বড় প্রকল্প ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কংগ্রেসের বক্তব্য, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই গুজরাতে দেরিতে ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যাতে গুজরাতে আগামী কয়েক দিনে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে ভোটারদের প্রভাবিত করার সুযোগ পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলছেন,”কমিশনের এই সিদ্ধান্তে আমরা একেবারেই আশ্চর্য নই। অবশ্যই প্রধানমন্ত্রী যাতে আরও বেশি বেশি করে বড় বড় প্রকল্প ঘোষণা করতে পারেন সে কারণেই এই সিদ্ধান্ত।”
হিমাচল প্রদেশের নির্বাচন হবে ১২ নভেম্বর। এক দফাতেই নির্বাচন হবে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর। স্ক্রুটিনি হবে ২৭ অক্টোবর। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।