রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কমিশন

October 15, 2022 | < 1 min read

২০২৩-এর শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। বসে নেই নির্বাচন কমিশনও। তারাও প্রস্তুতি শুরু করে দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন পুনবির্ন্যাস এবং সংরক্ষণের তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ অক্টোবর রাজ্যের ২২টি জেলার আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের তালিকা প্রকাশিত হবে। নতুন আসনের সীমানা বা সংরক্ষণের তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই জানিয়ে দিয়েছিলেন আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। সেইমতো রাজ্য নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়া শুরু করার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #panchayat elections

আরো দেখুন