RX লেখার দিন শেষ? প্রেসক্রিপশনে ‘শ্রী হরি’ লেখার নিদান মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর
চিকিৎসকদের নতুন করে প্রেসক্রিপশন লেখার পদ্ধতি শেখালেন ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। RX-এর দিন শেষ, এবার থেকে প্রেসক্রিপশনে শ্রী হরি লেখার নিদান। তার নীচে থাকবে ওষুধের নাম। শনিবার ভোপালে এক অনুষ্ঠানে, হিন্দিতে ওষুধের নাম লেখার হয়েও সওয়াল করেছেন শিবরাজ। আদপে সেই হিন্দি চাপানোর চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিজেপি, এমনটাই অভিযোগ বিরোধীদের।
শিবরাজের দাবি, ভালভাবে ইংরেজি না জানার কারণে; অনেক পড়ুয়া মেডিক্যাল কলেজ ছাড়তে বাধ্য হয়। সে প্রসঙ্গে চীন, রাশিয়া ও জাপানের ইত্যাদির মতো দেশের উদাহরণও টেনে ডবল ইঞ্জিন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ভারতের প্রথম রাজ্য হিসেবে মধ্যপ্রদেশ হিন্দিতে ডাক্তারির পঠন-পাঠন চালু করতে চলেছে। আপাতত মধ্যপ্রদেশের ১৩ টি সরকারি মেডিক্যাল কলেজে হিন্দিতে ডাক্তারির পড়া চালু হচ্ছে। অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি ও ফিসিওলজির বই হিন্দিতে অনুবাদ করা হয়েছে। আজ রবিবার ভোপালের একটি অনুষ্ঠানে সেগুলির আনুষ্ঠানিক প্রকাশ করবেন অমিত শাহ।