দেশ বিভাগে ফিরে যান

বউবাজার মেট্রো নিয়ে মুখে কুলুপ, রেলমন্ত্রক মজেছে বন্দে ভারত এক্সপ্রেসে

October 16, 2022 | < 1 min read

মোদী সরকারের রেলমন্ত্রক মেতে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে, অন্যদিকে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে লাগাতার নানান অঘটন ঘটা সত্ত্বেও নিরুত্তর ভারতীয় রেল। সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসও চালু হওয়ার পরে পরপর তিনদিন বিভ্রাটের কবলে পড়েছে। এরই মধ্যে শনিবার জানা গেল, আসন্ন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হতে পারে। সম্ভাব্য রুট হতে চলেছে চেন্নাই-বেঙ্গালুরু-মহীশূরের। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিষয়ে রেলের আগামী পদক্ষেপ নিয়ে অনিশ্চিয়তার মেঘ!  

ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে আপাতত মুখে কুলুপ দিয়েছেন দেশের রেল বোর্ডের শীর্ষ কর্তারা। ফলত, রেল কর্তাদের নীরবতাকে ঘিরে প্রশ্ন উঠেছে। বিগত তিন বছরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজকে কেন্দ্র করে বউবাজারের বাসিন্দাদের তিন তিনবার সমস্যার মুখে পড়তে হল। দু-বার দুর্গা পিতুরি লেনে এবং একবার মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটলের সৃষ্টি হল। বউবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে গত ১৪ অক্টোবর ফাটলের সৃষ্টি হয়েছে। তারপর দুদিন সময় অতিক্রান্ত হলেও রেল বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

যদিও রেল বোর্ডের তরফে দাবি করা হচ্ছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে গোটা বিষয়টির দেখভাল করছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। প্রসঙ্গত, রেলের যেকোনও প্রকল্পই মন্ত্রকের নজরদারিতে সম্পন্ন করা হয়। বলাবাহুল্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা সংস্থা নিয়ম মেনে প্রতিনিয়ত স্ট্যাটাস রিপোর্টও রেল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে এসেছে। তারপর তা খতিয়ে দেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সে বিষয়ে কোনও হেলদোল নেই। খবর মিলেছে, শনিবার রাত অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে কিছুই পদক্ষেপ করেনি রেল। অন্যদিকে, রেল মন্ত্রক বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রুট ঠিক করতেই মশগুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railways, #bowbazar, #modi govt, #Vande Bharat Express, #Bowbazar metro

আরো দেখুন