খেলা বিভাগে ফিরে যান

CAB নির্বাচনে লড়বেন সৌরভ, প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তন কি নিষ্কন্টক হবে?

October 16, 2022 | < 1 min read

ফের ক্রিকেট প্রশাসকের ভূমিকাতেই ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির প্রেসিডেন্ট পদের জন্যে নির্বাচনে লড়াবেন প্রাক্তন অধিনায়ক তথা সদ্য প্রাক্তন বিসিসিআই কর্তা। ১৫ অক্টোবর নিজেই সেকথা জানিয়েছেন সৌরভ। সৌরভের কথায়, তাঁর বিরুদ্ধে চলতে থাকা কুৎসর জবাব দিতে, তিনি সিএবি নির্বাচনে দাঁড়াবেন।

বোর্ড প্রেসিডেন্টের পদ যেতেই সৌরভের বিরুদ্ধে সিএবিতে তাঁর বিরোধী গোষ্ঠী সক্রিয় হয়েছে। বিরোধী গোষ্ঠীর অন্যতম মুখ সিএবিরই প্রাক্তন এক পদাধিকারী, সমাজ মাধ্যমে সৌরভের বিরুদ্ধে ইতিমধ্যেই লিখেছেন। সিএবির আসন্ন নির্বাচনে বিরোধী গোষ্ঠী নিজেদের প্রার্থী দেওয়ার চেষ্টা চালাচ্ছে, বলেও শোনা গিয়েছে। কুৎসার জবাব দিতেই ফের সিএবির ভোট ময়দানে নামছেন সৌরভ।

আগামী ৩১ তারিখ সিএবির বার্ষিক সাধারণ সভা। আসন্ন ২২ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রেসিডেন্ট পদে সৌরভ মনোনয়ন জমা দেবেন জানা যাচ্ছে। কিন্তু সৌরভের প্যানেল এখনও ঠিক হয়নি। সিএবির বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়ে দিয়েছেন, তিনি সৌরভের সঙ্গেই আছেন। বিরোধী গোষ্ঠী আদৌ প্রার্থী দেয় কিনা, সেটাই দেখার। অন্য কেউ প্রার্থী না দিলে, ২২ অক্টোবরই সিএবিতে প্রত্যাবর্তন করবেন মহারাজ।

প্রসঙ্গত, সৌরভ সিএবিতে ছিলেন সাড়ে ৫ বছর। তারপর দিন বিসিসিআই যাওয়ায় তাঁর ‘কুলিং অফ’ পিরিয়ডের ঝামেলাও মিটে গিয়েছে। ফলে সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভের ফেরা নিয়ে কোন ধরণের আইনি বাধা থাকারও কথা নয়। আইনি কোনও সমস্যা রয়েছে কিনা, সৌরভ শিবির তা খতিয়ে দেখছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #CAB, #Cricket Association of Bengal, #President election

আরো দেখুন