রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চায়েতের পর দলবদল রুখতে সম্ভাব্য প্রার্থীদের পায়ে বেড়ি পরাচ্ছে বিজেপি?

October 17, 2022 | < 1 min read

দল বদলে বিপর্যস্ত বঙ্গ বিজেপি। গেরুয়া টিকিটে লোকসভা ও বিধানসভা জিতে বিজেপির একাধিক সাংসদ-বিধায়ক দলত্যাগ করেছেন, সেই ক্ষয় রোধ করতেই হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। পঞ্চায়েতের পর যদি এমনটা ফের হয়, সেই চিন্তায় শঙ্কিত বিজেপি। তাই ক্ষয় রুখতে এখন থেকেই বাড়তি সতর্কতা নিচ্ছে গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটের পর জেতা প্রার্থীদের দলবদল রুখতে, প্রার্থীদের পায়ে আগাম বেড়ি পরাতে চাইছেন বিজেপি নেতারা। পদ্ম প্রতীকে দাঁড়াতে সম্ভাব্য প্রার্থীদের এবার মৌখিক চুক্তি করতে হবে। প্রার্থী হতে প্রতিশ্রুতি দিতে হবে ভোটে জিতলেও দলবদল করা যাবে না।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রবিবার দিল্লির নেতারা বৈঠকে বসেছিল। শোনা যাচ্ছে, পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেবে। দলবদলুদের আর ঢালাও টিকিও দেওয়া যাবে না। সম্ভাব্য প্রার্থীদের অতীত, ভাবমূর্তি দেখে তবেই টিকিট দেওয়া হবে। জয়ী হলে সংশ্লিষ্ট প্রার্থীর দল বদলের সম্ভাবনা নিয়েও অনুসন্ধান চালানোর নিদান দেওয়া হয়েছে। আজও বিজেপির দলবদলের করুন স্মৃতি তাজা, তাই আগে থেকে আগাম সাবধানতা নিচ্ছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #BJP Bengal, #politics, #panchayat elections, #West Bengal

আরো দেখুন