খেলা বিভাগে ফিরে যান

প্রতিহিংসার রাজনীতি নয়, সৌরভকে ICC-তে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ মমতার

October 17, 2022 | < 1 min read

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সৌরভকে নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের (BCCI) সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই, কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’ এরপরই মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বলেন, ‘‘সৌরভের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি নয়। আইসিসি নির্বাচনের জন্য সৌরভকে পাঠানো হোক।’’

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সৌরভকে নিয়ে আমরা গর্বিত। সৌরভ দেশের গর্ব। যারা ক্রিকেট খেলে, সেই সব দেশ সৌরভকে চেনে। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই জন্যই কি ওকে সরিয়ে দেওয়া হল? সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না। কোনও রকম প্রতিহিংসা দেখাবেন না। খেলার স্বার্থে সিদ্ধান্ত নিন।’’

ইতিমধ্যে সৌরভ (Sourav Ganguly) জানিয়ে দিয়েছেন তিনি সিএবি (CAB) সভাপতি পদে প্রার্থী হবেন। কিন্তু ক্রীড়া মহল সূত্রে খবর, সৌরভের আইসিসিতে যাওয়ার রাস্তা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আগামী ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যেমন আনুষ্ঠানিকভাবে বোর্ড সভাপতি পদে সৌরভের মেয়াদ শেষ হয়ে একইসঙ্গে সিদ্ধান্ত হবে বিসিসিআইয়ের তরফে কাকে প্রার্থী করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #BCCI, #ICC, #Cricket, #Mamata Banerjee

আরো দেখুন