একেই বলে মাতৃ ভাষার টান, বাংলার হয়ে ব্যাটিং শর্মিলার
October 18, 2022 | < 1min read
মোদী আমলে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে হিন্দি আগ্রাসন। চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি। হিন্দিতে ডাক্তারির বইও প্রকাশিত হচ্ছে, আর উল্টো দিকে দাঁড়িয়ে বাংলার হয়ে ব্যাটিং করলেন ভারত বিখ্যাত অভিনেত্রী তথা বঙ্গতনয়া শর্মিলা ঠাকুর।
"যদি আমরা বাংলা থেকে এসে হিন্দি শিখতে পারি, তোমরা কেন বাংলা শিখতে পারো না?', টেলিভিশনের বিখ্যাত এক গানের প্রতিযোগিতায় এসে সঞ্চালককে ভর্ৎসনা করলেন #SharmilaTagore। দেখুন ভিডিও #জয়বাংলাpic.twitter.com/dgaWSdrvkq
ইন্ডিয়ান আইডলের একটি পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি, তখনই এক বাঙালি প্রতিযোগিনী তাঁর সঙ্গে বাংলায় কথা বলতে আরম্ভ করেন। সঞ্চালক আদিত্য নারায়ণ বলেন, তাঁরা কিছুই বুঝতে পারছেন না। জবাবে শর্মিলার উত্তর, “আমরা যদি বাংলা থেকে এসে হিন্দি বলতে পারি, তাহলে আপনারা কেন বাংলা শিখতে পারেন না?” ন্যাশনাল টেলিভিশনে নিজের মাতৃভাষার হয়ে ব্যাট ধরে যোগ্য জবাব দিলেন শর্মিলা।