কঙ্গনার দ্বিচারিতা! ৬০০-র শাড়ি, ৩.৫ লাখের ডিয়রের ব্যাগে ভোকাল ফর লোকালের প্রচার
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের এক ভিডিও এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। যদিও এই আলোচনার কারণ, কঙ্গনা নিজেই। তিনি দাবি করেছে, যে শাড়িটি (saree) তিনি পরে রয়েছে, তার দাম নাকি মাত্র ৬০০ টাকা! অর্থনীতিতে করোনার ধাক্কা কাটিয়ে তোলার জন্যে অর্থমন্ত্রক একাধিক পদক্ষেপ করেছে, সেই সঙ্গেই এক গুচ্ছ কর্মসূচির কথাও জানিয়েছিল মোদী সরকার। তার মধ্যে অন্যতম ছিল ‘ভোকাল ফর লোকাল’। কঙ্গনার (Kangana Ranaut) পোস্টেও সেই একই প্রতিধ্বনি। কঙ্গনা রানাওয়াতের দাবি কলকাতার এক দোকান থেকে মাত্র ৬০০ টাকায় তিনি কিনেছিলেন শাড়িটি। প্রসঙ্গত, কঙ্গনা বিজেপির ঘনিষ্ঠ বলেই পরিচিত। এর আগেও একাধিকবার মোদী সরকারের সমর্থনে তাকে সমাজ মাধ্যমে ও সংবাদমাধ্যমে গলা ফাটাতে দেখা গিয়েছে।
শাড়িতে বাংলার ছোঁয়া ছিল। সেক্ষেত্রে বাঙালিরা হয়ত খুশি হতেই পারেন, কিন্তু ৬০০ টাকায় কেনা শাড়ি নিয়ে গলা ফাটালেও ব্যাগ নিয়ে কিছুই বলছেন না অভিনেত্রী। প্রসঙ্গত, কঙ্গনা একটি ব্যাগ বহন করেছিলেন, ভারতীয় মুদ্রায় তার দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হয় আম জনতার। ওই ব্যাগের দাম সাড়ে ৩ লাখেরও বেশি। ব্যাগটি আন্তর্জাতিক বাজারে বিখ্যাত তথা বিলাসবহুল ব্র্যান্ড লেডি ডিয়রের। ব্যাগে ডিয়রের (dior bag) সিগনেচার আইকনও ছিল। একদিকে সাধারণের সাধ্যের মধ্যে মূল্যে মেলা একটি শাড়ি পরে ভোকাল ফর লোকালের প্রচার করছেন অভিনেত্রী। অন্যদিকে, বিদেশি কোম্পানির বহুমূল্য ব্যাগ নিয়ে ঘুরছেন! বলাবাহুল্য, এই ঘটনা কঙ্গনার দ্বিচারিতার সাক্ষ্য বহন করছে।