#Breaking কেদারনাথে যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত অন্তত ছয়, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও
কেদারনাথে পূণ্যার্থীদের নিয়ে যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার। মঙ্গলবার দুপুর সওয়া ১২টা নাগাদ এই হেলিকপ্টার ভেঙে পড়ার খবর মিলেছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত দুই পাইলট-সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। কোন রাজ্য থেকে তাঁরা কেদারনাথের তীর্থযাত্রায় এসেছিলেন, সেই তথ্যও হাতে আসেনি পুলিশের।
মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি। তবে কেদারনাথে পর্যন্ত পৌঁছতে পারেনি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হয় কপ্টারটি। উত্তরাখণ্ডের গারু চটির কাছে এই দুর্ঘটনা ঘটে। পুন্যার্থীদের নিয়ে দুর্গম খাদে গিয়ে পড়ে হেলিকপ্টারটি। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালে একটি জায়গায় ভেঙে পড়েছে কপ্টারটি। তার টুকরো ছড়িয়ে রয়েছে চারিদিকে। আগুনও জ্বলতে দেখা যাচ্ছে কপ্টারের ভেঙে পড়া অংশ থেকে। প্রশাসনের তরফে বলা হয়েছে, উদ্ধার কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কী কারণে দুর্ঘটনা তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়া, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।