পরিবারতন্ত্র বিজেপির শেকড়েই, দূর করার ফাঁপা আওয়াজ মোদীর
পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে বিজেপি! স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে। তিনি আরও বলেছিলেন, পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রে একনায়কতন্ত্রের একটি নতুন রূপের জন্ম দেয়।
কয়েকদিন আগে বিজেপি’র (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) আঞ্চলিক দলগুলিকে ‘পারিবারিক দল’ হিসাবে অভিহিত করেন। তাঁর বক্তব্য ছিল, ভারতের সব আঞ্চলিক দলগুলিতেই পরিবারতন্ত্র চলছে।
বিজেপি’র ছোট-বড়-মাঝারি নেতারা এখন কথায় কথায় পরিবারতন্ত্র নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করে চলেছে।
তবে বিজেপি’র পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে ‘জেহাদ’ কিন্তু নিজেদের দলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নি। তাদের দলে পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ ঠাকুর, কিরেন রিজিজু এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এমন অনেক গুরুত্বপূর্ণ মুখ রয়েছে, যাঁরা রাজনৈতিক পরিবার থেকেই এসেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে বিজেপি নিজেদের ক্ষেত্রে একধরনের নীতি অবলম্বন করছে এবং অন্য দলের ক্ষেত্রে ভিন্ন নীতির অনুশীলন করছে।
নরেন্দ্র মোদী পরিবারতন্ত্র নিয়ে যতই গলা ফাটান না কেন, বিজেপিতে কিন্তু পারিবারিকভাবে রাজনীতিতে আসা সদস্যদের তালিকা দীর্ঘ। সেই তালিকা থেকে কিছু নাম তুলে ধরা হল-
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী (Jyotiraditya Scindia)
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হলেন প্রয়াত কংগ্রেস নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার পুত্র, এবং প্রয়াত বিজয়ারাজে সিন্ধিয়ার নাতি, যিনি জনসংঘ/জনতা পার্টি/বিজেপির শীর্ষস্তরের নেত্রী ছিলেন। জ্যোতিরাদিত্য কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী।
অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী (Anurag Thakur)
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমলের ছেলে।
পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী (Piyush Goyal)
মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পীযূষ গোয়েল বিজেপির প্রাক্তন জাতীয় কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত বেদ প্রকাশ গোয়েলের ছেলে।
ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী (Dharmendra Pradhan)
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপি নেতা দেবেন্দ্র প্রধানের ছেলে, যিনি অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন।
পেমা খান্ডু, মুখ্যমন্ত্রী (Pema Khandu)
তিনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর ছেলে।
দেবেন্দ্র ফড়ণবিশ, উপমুখ্যমন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভা (Devendra Fadnavis)
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী গঙ্গাধরপন্ত ফড়ণবিশের ছেলে, দেবেন্দ্রের পিসি শোভা ফড়ণবিশও ছিলেন রাজ্যের মন্ত্রী।
পুনম মহাজন, সাংসদ (Poonam Mahajan)
তিনি উত্তর মধ্য মুম্বই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ এবং প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজনের কন্যা।
জয়ন্ত সিনহা, সাংসদ (Jayant Sinha)
তিনি লোকসভা সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার ছেলে।
বরুণ গান্ধী, সাংসদ (Varun Gandhi)
তিনি পিলিভীট লোকসভার সাংসদ এবং বিজেপি সাংসদ মানেকা গান্ধীর ছেলে।
রীতা বহুগুনা যোশী, সাংসদ (Rita Bahuguna Joshi)
তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুনার মেয়ে।
বি ওয়াই রাঘবেন্দ্র, সাংসদ (B. Y. Raghavendra)
তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে।
প্রীতম মুন্ডে, সাংসদ (Pritam Munde)
তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত গোপীনাথ মুন্ডের মেয়ে।
পঙ্কজ সিং, বিধায়ক (Pankaj Singh)
পঙ্কজ সিং উত্তরপ্রদেশের নয়ডার বিধায়ক এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে।