উত্তরবঙ্গে আরও লগ্নি করতে শিল্পপতিদের আহ্বান মমতার
উত্তরবঙ্গে আরও লগ্নি করতে শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে ‘উত্তরের’ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি বলেন, ‘এবার উত্তরবঙ্গকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। এখানে যত শিল্পপতি আছেন, আপনারা শিল্প করুন। তাহলে কলকাতার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) মতো এখানেও শিল্প সম্মেলন করব।’
বুধবার মুখ্যমন্ত্রী জানান, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটাতে আরও একটি বিমান বন্দর গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভুটান সীমান্ত সংলগ্ন হাসিমারায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের প্রতি ভালোবাসা বেশি। ইতিমধ্যে পর্যটকদের আকৃষ্ট করতে এখানে ভোরের আলো, বেঙ্গলসাফারি, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গণ সহ প্রচুর কাজ করেছি। বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজও হয়েছে। প্রচুর পর্যটক এখানে আসছেন। এবার উত্তরবঙ্গকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। এখানে কিছু শিল্প হচ্ছে। আরও শিল্প করতে হবে। এজন্য শিল্পপতিরা এখানে আরও লগ্নি করুন।’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যটন নির্ভর শিল্প স্থাপনে আরও জোর দেওয়ার হচ্ছে। তিনি বিভিন্ন জেলা ধরে সেই সম্ভাবনার কথা উল্লেখও করেছেন। তিনি বলেন, ‘আপনারা শুনলে খুশি হবেন, বাংলা ট্যুরিজম ডেস্টিনেশন পুরস্কার পাচ্ছে। আগামী মার্চ মাসে পুরস্কার আনতে যাব। অনীতকে (জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপা) বলছি, দার্জিলিং ও কালিম্পংকে আরও বাড়াও। দার্জিলিং, কালিম্পং, মাটিগাড়া প্রভৃতি এলাকা চা বাগান ঘেরা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জঙ্গল ও চা বাগান বেষ্টিত। কোচবিহার হেরিটেজ শহর। মালদহতেও ঐতিহাসিক বেশ কিছু নিদর্শন রয়েছে। তাই উত্তরবঙ্গে পর্যটনের প্রসারে ব্যবসা বাড়াতে হবে। আরও হোম স্টে করুন। তা হলেই পর্যটন শিল্পের বিকাশ হবে।’
মুখ্যমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যে বেশ কিছু জায়গায় হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বালুরঘাট, মালদহ ও কোচবিহারেও চালু হবে এয়ারপোর্ট। তা হলে শিল্পপতি ও পর্যটকদের ব্যাপক সুবিধা হবে। এছাড়াও হাসিমারায় নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনার হচ্ছে বলে জানানা তিনি।