দেশ বিভাগে ফিরে যান

উদ্বেগ বাড়িয়ে রেকর্ড পতন ভারতীয় মুদ্রার, বিশেষজ্ঞদের মতে অশনি সংকেত

October 19, 2022 | < 1 min read

ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, ছবি সৌজন্যেঃ shutterstock

অব্যাহত টাকার পতন। মোদী জমানায় কোনওভাবেই আর রোখা যাচ্ছে না টাকার দামের পতন। বুধবার টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন। গত বছর ডিসেম্বর মাসে টাকার দামে এ যাবৎকালে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল। সে সময় ডলার (Dollar) প্রতি টাকার দাম গিয়ে দাঁড়িয়েছিল ৭৬.১৬ টাকায়। আর বুধবার বাজার খোলার পর ডলারের তুলনায় ৬১ পয়সা পড়ে যায় ভারতীয় মুদ্রার (Indian Rupee) দাম।

এদিন বাজার খোলার সময় ৮২ টাকা ৩২ পয়সা ছিল ডলারের দাম। পরে সেটা ৮৩ টাকা ১ পয়সা পর্যন্ত পৌঁছে যায়। এই প্রথমবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ৮৩ টাকা পেরোল।

রিজার্ভ ব্যাংক লাগাতার রেপো রেট (Repo Rate) বাড়ানোর পরও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকও মুদ্রাকে শক্তিশালী করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্থিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য, ডলারের চড়া দামের কারণে দেশে আমদানির খরচ বাড়াবে, ফলে ওষুধ, ভোজ্য তেল, গাড়ি তৈরির যন্ত্রাংশের মতো বহু পণ্যের দাম বাড়বে। কাঁচামালের দাম বাড়বে, জিনিস আরও দামি হবে। যার ফলে, সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। বাজারে চাহিদা কমলে, অর্থনীতি আঁধারে ডুববে। সব মিলিয়ে বাণিজ্য ঘাটতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। টাকার (Indian Currency) দর পড়ায় বিদেশে পড়াশোনা এবং ভ্রমণের খরচ আরও বাড়বে। অন্যদিকে, ক্ষুদ্র-মাঝারি শিল্পও আমদানির খরচ বাড়ায় বিপদে পড়বে আম জনতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Indian Rupee, #Rupee Vs Dollar, #India

আরো দেখুন