কলকাতা বিভাগে ফিরে যান

আসছে বই পার্বণ, ঘোষিত হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩-র দিনক্ষণ

October 20, 2022 | < 1 min read

কলকাতা বইমেলা, নিজস্ব চিত্র

পুজো শেষ হতে না হতেই ঘোষিত হল বাঙালির আরেক পার্বণের নির্ঘন্ট। ঘোষিত হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩-র (Kolkata International Book Fair 2023) দিনক্ষণ। ২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৬তম কলকাতা বইমেলার উদ্ধোধন হতে চলেছে। ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী বইমেলা মেলা চলবে। সেন্ট্রাল পার্কেই (Central park) অনুষ্ঠিত হবে এবারের বইমেলা। থিম কান্ট্রি হতে চলেছে স্পেন। 
 
দু-বছরের করোনা আতঙ্ক পেরিয়ে চেনা ছন্দে ফিরছে বইমেলা। প্রসঙ্গত, গত বছর একাধিকবার পিছিয়ে করোনা বিধিনিষেধ মেনে অবশেষে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরে কোনও নিয়ম জারি থাকবে কিনা, তা এখনও জানা যায়নি। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডের (Publishers and booksellers guild) তরফে বইমেলার স্টলের জন্যে আবেদন করে বলা হয়েছে। চলতি বছর বইমেলা ঘিরে তুঙ্গে উন্মাদনা। কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা বইপ্রেমীদের মধ্যে আনন্দের আমেজ পরিলক্ষিত হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#central park, #Kolkata International Book Fair 2023, #Publishers and booksellers guild

আরো দেখুন