দেশ বিভাগে ফিরে যান

ফের সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, বিমানবন্দরে আটকানো হল পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিককে

October 20, 2022 | < 1 min read

ফের সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক সান্না ইরশাদ মাট্টুরকে পুলিৎজার নিতে যেতে দেওয়া হল না। দিল্লি বিমানবন্দরেই আটকে দেওয়া হল তাঁকে। এই ঘটনার পরেই টুইটারে ক্ষোভ উগরে দেন সান্না। টুইটে তিনি লিখছেন, পুলিৎজার পুরস্কার নিতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছিলেন। বৈধ মার্কিন ভিসা ও টিকিট থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরের অভিবাসন দপ্তরে তাঁকে আটকে দেওয়া হয়। বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবিও টুইট করেছেন তিনি।

প্রসঙ্গত, শ্রীনগর নিবাসী সান্না রয়টার্সের চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেন। ভারতে কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কভারেজের জন্যে ২০২২ সালের পুলিৎজার জিতেছেন তিনি। তাঁকে সেই পুরস্কার নিতেই যেতে দেওয়া হল না। উল্লেখ্য, সান্নার অভিযোগ, এই নিয়ে গত চার মাসে দু-বার তাঁকে বিদেশ যেতে দেওয়া হল না। যদিও তাঁকে আটকে দেওয়ার কারণ সম্পর্কে সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#pulitzer prize, #journalist, #Delhi Airport, #Sanna Irshad Mattoo, #Immigration

আরো দেখুন