দেশ বিভাগে ফিরে যান

হিমাচলে ভোটের আগে ধর্ষণ ও খুনে অভিযুক্ত রাম রহিমের ‘সৎসঙ্গে’ বিজেপি নেতারা

October 21, 2022 | < 1 min read

বিলকিস বানোর ধর্ষকদের যাবজ্জীবনের সাজা রদ করে মুক্তি দিয়েছে গুজরা‌টের বিজেপি সরকার। যা নিয়ে সরব হয়েছেন বিভিন্ন মহলের মানুষ। অনেকের মতে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি। ফলে ধর্ষকদের তড়িঘড়ি মুক্তি দেওয়ার মতো সিদ্ধান্ত নিল তারা।

এবার আশ্চর্যজনক ভাবে হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে (Gurmeet Ram Rahim) প্যারোলে মুক্তি দিল হরিয়ানার বিজেপি সরকার।

গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নির্বাচনের সময় প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার হিমাচল বিধানসভা ভোটের (Himachal Pradesh Legislative Assembly Election 2022) আগে ৪০ দিনের জন্য তাঁকে জেলমুক্ত করেছে হরিয়ানার বিজেপি সরকার। পাঞ্জাব ও হরিয়ানার পাশাপাশি হিমাচল প্রদেশেও রয়েছে রাম রহিমের ভক্তবৃন্দ। রাজনৈতিক মহলের বক্তব্য, ভক্তেরা গুরুর নির্দেশে ভোট দেন। ফলে হিমাচল ভোটের আগেভাগে ডেরা সচ্চা সৌদা প্রধানকে মুক্তি দেওয়া জরুরি ছিল।

ইতিমধ্যে অনলাইনে সৎসঙ্গ শুরু করেছেন বিতর্কিত ধর্মগুরু। অভিযোগ, সেখানে সাজাপ্রাপ্ত রাম রহিমের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে হরিয়ানার একাধিক বিজেপি (BJP) সাংসদ ও নেতাদের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Himachal Pradesh Legislative Assembly Election 2022, #Gurmeet Ram Rahim, #Satsang

আরো দেখুন