প্লাজমার বদলে মুসম্বির রস, ভুল চিকিৎসায় যোগীরাজ্যে রোগীর মৃত্যু
ভুল চিকিৎসায় মারা গেলেন এক রোগী, দেওয়ার কথা ছিল প্লাজমা কিন্তু রোগী পেলেন মুসম্বির রস। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj)। প্লাজার পরিবর্তে মুস্বমির জুস দেওয়ার কারণে একজন ডেঙ্গি (Dengue) রোগী মারা গিয়েছেন।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে যোগীরাজ্যের (Uttar Pradesh) ভুয়ো ব্লাড ব্যাঙ্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। টুইটারে এক সাংবাদিক ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ডেঙ্গি রোগীকে প্লাজমার পরিবর্তে মুসাম্বির রস দেওয়ায় মৃত্যু হয়েছে। গ্লোবাল হসপিটালে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনা যোগীরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল দশাকে ফের প্রকাশ্যে নিয়ে এল। ওই মৃত রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পরে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।