মোদী জমানায় CBI, ED-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল সংসদীয় কমিটিতে
বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডিকে রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করতে ব্যবহার করেন মোদী ও তার সরকার। এবার ইডি, সিবিআইয়ের ভূমিকা নিয়ে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে উঠল প্রশ্ন। স্বরাষ্ট্র সংক্রান্ত নয়া সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে সভাপতি বিজেপির রাজ্যসভার এমপি ব্রিজলালের দিকে ছুটে এল প্রশ্নবাণ। রাজ্যে রাজ্যে ইডি সিবিআইয়ের তদন্ত নিয়ে কেন বিরোধ বৃদ্ধি পাচ্ছে? কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্য পুলিশের আস্থা অর্জন করতে পারছে না? কেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বারবার হস্তক্ষেপের অভিযোগ উঠছে? ইত্যাদি প্রশ্নে উত্তপ্ত হল বৈঠক।
প্রসঙ্গত, সরকারের কাজকর্মের আলোচনা, বিশ্লেষণ, পুর্নবিবেচনার প্রস্তাব, সরকারকে সুপারিশ করাসহ নানান ধরণের কাজ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। মন্ত্রক অনুযায়ী কমিটি গড়া হয়। বিভিন্ন দলের সাংসদরাই কমিটির সদস্য হন। সংসদীয় কমিটিতেও মন্ত্রী ব্যতিরেকে মন্ত্রকের যেকোনও স্তরের কর্তাকে ডেকে পাঠানো যায়, তাঁদের কমিটির সামনে জবাবদিহি করতে হয়। স্বরাষ্ট্র সংক্রান্ত নয়া কমিটির প্রথম বৈঠকেই সিবিআই ইস্যু উঠে আসার বিষয়টি অত্যন্ত তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
রাজ্যকে অন্ধকারে রেখে দিনের পর দিন তদন্ত চালাচ্ছে সিবিআই, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য কমিটিতে এমন দাবি উত্থাপন করেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সত্যপাল সিং, ডিএমকের দয়ানিধি মারান, কংগ্রেসের রণনিত সিংয়ের মতো মোট ১৬ জন সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রদীপবাবুর তোলা বিষয়টিতে কেউ আপত্তি করেননি। প্রসঙ্গত, ওই কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন প্রদীপ বাবু। ফলে তিনি দাবি তোলায় বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।