বিনোদন বিভাগে ফিরে যান

FIPRESCI-র সেরা ১০ ভারতীয় ছবির প্রথম ‘পথের পাঁচালি’, দুই-তিনে ঋত্বিক মৃণাল

October 22, 2022 | < 1 min read

pather-panchali-digital-version

২০২২-শেও সেরা সত্যজিৎ রায়ের পথের পাঁচালি (Pather Panchali)। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (FIPRESCI) ইন্ডিয়ান চ্যাপ্টারের সমীক্ষা এবার শ্রেষ্ঠত্বের তালিকায় ‘পথের পাঁচালী’ এক নম্বরে, এবং, দুই, তিনেও বাংলা ছবিই। FIPRESCI সেরা ১০টি ভারতীয় ছবির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ এবং তৃতীয় স্থানে মৃণাল সেনের ‘ভুবন সোম’। তালিকায় অবশ্য ডাবল সত্যজিত, কারণ সাত নম্বরে রয়েছে চারুলতা।

FIPRESCI-র তালিকায় চতুর্থ আদুর গোপালকৃষ্ণাণের মালয়ালম ছবি ‘এলিপ্পাথায়ম’, পঞ্চমে গিরিশ কাসারাভল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ এবং ষষ্ঠ স্থানে এম এস সথ্যুর হিন্দি ছবি ‘গরম হাওয়া’। ৭-এ চারুলতার পর অষ্টম স্থানে আছে শ্যাম বেনেগালের হিন্দি ছবি ‘অঙ্কুর’ এবং নবম স্তনে গুরু দত্তের হিন্দি ছবি ‘প্যায়াসা’। তবে দশম স্থানে আছে ব্লক বাস্টার ‘শোলে’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pather Panchali, #Indian Film, #FIPRESCI

আরো দেখুন