খেলা বিভাগে ফিরে যান

ভারত-পাক দ্বৈরথ শুরুর আগে মেলবোর্নের বৃষ্টির ভূমিকা কতটা?

October 23, 2022 | < 1 min read

মেলবোর্নের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রবিবার সকাল থেকেই আকাশ মেঘমুক্তই। গতকাল সকালে বৃষ্টি হলেও বেলা যত গড়িয়েছে সূর্যদেব মুখ তুলে চেয়েছেন। রবিবার সকালেও সূর্যের দেখা মিলেছে। ব্যুরো অফ মেটেরোলজি আবার রবিবার বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা আজ নব্বই থেকে কমে সত্তর শতাংশে এসে দাঁড়িয়েছে। কয়েক পশলা এমসিজির নিকাশি ব্যবস্থা সামলেই নেবে। কিন্তু টানা বৃষ্টি চললে রবিবাসরীয় ম্যাচের ভবিষ্যত কী হবে বলা মুশকিল।

বেশি বৃষ্টি হলে প্রথমত, ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে খেলাটাই পণ্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আরও কঠিন হয়ে যাবে গ্রুপের লড়াই। কয়েক মিনিট পর টস করতে নামবেন দুই অধিনায়ক। আপাতত খবর মেলবোর্নের আকাশ মেঘমুক্ত। খেলা নির্ধারতি সময়েই শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India Vs Pakistan, #melbourne cricket ground

আরো দেখুন