খেলা বিভাগে ফিরে যান

বিরাটের পাশাপাশি জ্বলে উঠলেন পাণ্ডিয়া, ব্যাটে-বলে হিরো হার্দিক

October 23, 2022 | < 1 min read

ব্যাটে-বলে দুরন্ত হার্দিক পাণ্ডিয়া। বল হাতে ভারতীয় অলরাউন্ডার আজ তিন তিনটি মূল্যবান উইকেট নিয়েছেন। একে একে ফিরিয়েছেন শাহদাব খান, হায়দার আলি ও মহম্মদ নওয়াজকে। আইপিএল, এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও যে তিনি একই ছন্দে রয়েছেন, তাও মনে করালেন হার্দিক। ধাক্কা সামলেও পাকিস্তান ঘুরে দাঁড়াচ্ছিল, কিন্তু বাবররা যাতে ঘুরে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করেন হার্দিক। একই ওভারে ৫ রান ও দুই রানে ফিরিয়ে দেন শাদাব খান এবং হায়দার আলিকে। পরের ওভারে তুলে নেন মহম্মদ নওয়াজের উইকেট।

ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত। ৩১/৪ থেকে দলকে টানতে শুরু করেন হার্দিক ও কোহলি। ঠান্ডা মাথায় কিন্তু লড়তে থাকেন হার্দিক ও বিরাট। শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। ​শেষ ওভারে মহম্মদ নাওয়াজের বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে বসেন হার্দিক। দুটি ছয় ও একটি চার দিয়ে ৪০ রানের জরুরি ইনিংস খেলে যান হার্দিক।

রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারানো ভারত বিরাট-হার্দিকের শতরানের জুটির উপর ভর করে ম্যাচের চালকের আসনে বসে। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 World Cup, #Virat Kohli, #hardik pandya, #India, #pakistan

আরো দেখুন