রাজ্য বিভাগে ফিরে যান

গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের, গ্রামোন্নয়নের কাজে শুরু হচ্ছে সোশ্যাল অডিট

October 23, 2022 | < 1 min read

গ্রামোন্নয়ন সংক্রান্ত নানাবিধ কাজের স্বচ্ছতা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য। বাংলাজুড়ে তৃণমূলস্তরে উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আরও এক গুরুত্বপূর্ণ নিচ্ছে রাজ্য সরকার। ২০২২-২৩ অর্থ বছর থেকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় গ্রামোন্নয়নের কাজের সোশ্যাল অডিট শুরু হচ্ছে। এর মাধ্যমে ভুয়ো কাজ তথা দুর্নীতি ধরা হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সোশ্যাল অডিট চালু হলে, গ্রামোন্নয়নের কাজে বেনিয়মের প্রবণতা হ্রাস পাবে। 

উল্লেখ্য, পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ২০২১-২২ অর্থ বর্ষে গ্রামোন্নয়নের বরাদ্দ বাবদ ৩২১৭.০২ কোটি টাকা পেয়েছে বাংলা। ২০২২-২৩ অর্থ বর্ষে গ্রামোন্নয়নের প্রায় ৩৫০০ কোটি টাকার, প্রথম কিস্তি পাওয়ার সময় আসন্ন। এমতবস্থায় পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় হওয়া গ্রামোন্নয়নের কাজের সোশ্যাল অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

২০১৯ সাল থেকে গ্রামীণ আবাস যোজনার পৃথক সোশ্যাল অডিট শুরু হয়। আগে ১০০ দিনের কাজের সঙ্গে একই সঙ্গে সোশ্যাল অডিট হত। এবার পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে গ্রামোন্নয়নের কাজের ক্ষেত্রেও আলাদ অডিট করছে বাংলা। প্রসঙ্গত, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা প্রধানত শর্তাধীন এবং নিঃশর্ত তহবিল, এই দুই খাতে বরাদ্দ হয়। শর্তাধীন তহবিলের টাকায় শৌচালয় নির্মাণ, পানীয় জল সরবরাহের কাজ ইত্যাদিতে ব্যবহার করা বাধ্যতামূলক। বিদ্যুৎ সরবরাহ, সৌরবিদ্যুতের ব্যবহার, রাস্তা তৈরি ইত্যাদি কাজে নিঃশর্ত তহবিলের টাকা ব্যবহার করা। দু-ক্ষেত্রেই সোশ্যাল অডিট হবে। মনে করা হচ্ছে, কেন্দ্রের প্রকল্পের খাতে বাংলার প্রাপ্য টাকা দেওয়ার ক্ষেত্রে মোদী সরকার যাতে নতুন করে কোনও অজুহাত না দিতে পারে, সেই কারণে অডিট করা হচ্ছে। ​

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Panchayet

আরো দেখুন