বিবিধ বিভাগে ফিরে যান

কেন কালীর পদতলে বিরাজ করেন শিব?

October 24, 2022 | < 1 min read

কালীমূর্তিতে আমরা কালীর পায়ের নীচেই শিবকে দেখতে অভ্যস্ত। কিন্তু এর কারণ?

অসুরদের পরাজিত করে দেবী কালিকা প্রবল বিজয়নৃত্য আরম্ভ করেছিলেন। অসুরদের মুণ্ড দিয়ে দেবী নিজের কোমড়বন্ধ ও গলার মালা বানান। কালীর উন্মাদ নৃত্যে তখন স্বর্গে ত্রাহি-ত্রাহি রব। কালীর নৃত্যের তাণ্ডবে তখন সৃষ্টি ধ্বংসের মুখে, দেবতারা নিরুপায় হয়ে ছুটে গেলেন মহাদেবের কাছে। মহাদেব গেলেন কালীর নাচ বন্ধ করতে। নাচে ব্যস্ত কালী মহাদেবের কোনও কথা শুনতে পেলেন না। উন্মাদিনী কালীর তাণ্ডব বেড়েই চলেছে। উপায় না পেয়ে মহাদেব কালীর পায়ের তলায় নিজে শুয়ে পড়লেন। পায়ের নিচে স্বামীকে পরে থাকতে দেখতে লজ্জা পেলেন দেবী কালিকা। লজ্জায় জিভ কাটলেন দেবী। সেই থেকেই ওই রূপে পূজিতা হয়ে আসছেন কালী। তাই কালীরূপ মানেই তাঁর পদতলে মহাদেব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lord Shiva, #diwali, #KALI PUJA 2022

আরো দেখুন