আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

#BREAKING ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকই ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদে বসছেন

October 24, 2022 | < 1 min read

দীপাবলির রাতে নতুন ইতিহাস রচিত হল। অবশেষে ‌ঋষি সুনকের ভাগ্যে শিকে ছিঁড়ল। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদে বসছেন।

প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ৪৫ দিনের মাথায় লিজ় ট্রাসের ইস্তফার পর আবার চর্চায় এসেছে ঋষির নাম। পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজ়ারভেটিভ দলের নেতা হওয়ার দৌড়ে ঋষির পাশাপাশি শামিল হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী পেনি মরড্যান্ট।

কিন্তু সেই দৌড় থেকে বেরিয়ে গিয়েছেন জনসন। প্রধানমন্ত্রী হতে গেলে কনজ়ারভেটিভ পার্টির ১০০ জন এমপির সমর্থন প্রয়োজন। সূত্রের খবর, ব্রিটেনের পার্লামেন্টের ১৪২ জন এমপিই ঋষিকে সমর্থন জানিয়েছেন। মরড্যান্টকে সমর্থন জানিয়েছেন ২৯ জন এমপি। অর্থাৎ ৩৫৭ জন সাংসদদের অর্ধেকেরও বেশি পক্ষে ভোটদান করেন।

বলে রাখা ভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে বিয়ে করেছেন ঋষি। এবার ইতিহাস তৈরি করে তিনিই হলেন ব্রিটেনের প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী

TwitterFacebookWhatsAppEmailShare

#Pm, #britain, #Rishi Sunak

আরো দেখুন