স্বীকৃতি মিললেও আসেনি টাকা, মোদী সরকারের বঞ্চনায় থমকে বাংলার উন্নয়ন
প্রতিক্ষেত্রেই মোদী সরকারের বঞ্চনার শিকার বাংলা। এ রাজ্যের শাসক দলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে বাংলার বিরুদ্ধে কার্যত অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে মোদী সরকার। যে কাজের জন্যে বাংলাকে স্বীকৃতি দিয়েছিল মোদী সরকার, নানান অজুহাতে সেই কাজের পরবর্তী বরাদ্দ আটকে রেখেছে মোদী সরকার। নবান্নের দাবি, ১০০ দিনের কাজ, সড়ক ও আবাস যোজনাসহ রাজ্যের পুরসভাগুলির উন্নয়ন খাতে প্রাপ্য প্রায় ৩০০০ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। নগরোন্নয়নের ক্ষেত্রেও একই ছবি। স্বচ্ছতার সঙ্গে পুর-পরিকাঠামো উন্নয়নের কাজ করার স্বীকৃতি স্বরূপ সম্প্রতি বাংলাকে বিশেষ উৎসাহ ভাতা দিয়েছে মোদী সরকার। কিন্তু তারপরেও আটকে বরাদ্দ, থমকে বাংলার উন্নয়ন।
উল্লেখ্য, নগরোন্নয়নে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ইনোভেটিভ চ্যালেঞ্জ ফান্ড বাবদ বাংলা ৭.৩৫ কোটি টাকা পেয়েছে। কলকাতা-হাওড়া এবং আসানসোল পুরসভা পঞ্চদশ অর্থ কমিশনের নির্দিষ্ট বরাদ্দ অর্থ যথাযথ খরচ করায় এই ভাতা মিলেছে বলে খবর। পঞ্চদশ অর্থ কমিশন বাবদ মোদী সরকারের কাছে রাজ্যের এই মুহূর্তে প্রায় ৩০০০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। কলকাতা-হাওড়া এবং আসানসোল পুরসভা মিলিয়েই মোট পাওনা প্রায় ৯৩০ কোটি টাকা। পুরসভাগুলিতে প্রায় ২০৭৬ কোটি টাকা বকেয়া রয়েছে। প্রসঙ্গত, পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় নগরোন্নয়ন খাতে পাঁচ বছরে বাংলা প্রাপ্য প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা, তার মধ্যে প্রথম বছরের কিস্তির পর মোদী সরকার আর কোনও টাকা দেয়নি।