বিনোদন বিভাগে ফিরে যান

দক্ষিণী ছবি দিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ধোনি

October 25, 2022 | < 1 min read

‘চেন্নাই সুপার কিংস’-এর পর ফের তামিলনাড়ুতেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটের বাইশ গজে নয়, এবার চলচ্চিত্র প্রযোজনায় নেমে পড়েছেন ধোনি।


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষীর প্রযোজনা সংস্থা একটি তামিল ছবি পরিচালনা করতে চলেছেন। এটি একটি পারিবারিক ছবি। আবার এই ছবির কাহিনি সাক্ষীরই দেওয়া।


জানা গিয়েছে, ছবিটি পরিচালনা করবেন রমেশ থমিলমণি। ‘অথর্ব দ্য অরিজিন’ নামের এক নতুন ধারার গ্রাফিক নভেল লিখে আগেই যিনি শোরগোল ফেলে দিয়েছিলেন। তাঁকেই দেওয়া হয়েছে পরিচালনার দায়িত্ব। ছবির বাকি কুশীলবদের নামও শিগগিরি জানানো হবে জানিয়েছে ধোনির সংস্থা। ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত পরিচালক। থমিলমণি জানাচ্ছেন, ”সাক্ষীর কাহিনিসূত্র যেদিন থেকে আমি পড়েছি, সেদিন থেকেই বুঝে গিয়েছি এটা স্পেশাল। ছবিটির কনসেপ্ট একদম নতুন এবং মজাদার একটা পারিবারিক ছবি হিসেবে এটা দারুণ সম্ভাবনাময়।”


কেবল তামিল নয়, ধোনি এন্টারটেনমেন্ট ইতিমধ্যেই কথা বলতে শুরু করেছে আরও বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে। অন্য ভাষাতেও ছবি আনতে চাইছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tamil movies, #Entertainment, #MS Dhoni, #sakshi dhoni, #dhoni entertainment

আরো দেখুন