স্কুল পড়ুয়াদের জন্য রাজ্যের উদ্যোগে বাংলাজুড়ে গ্র্যাজুয়েশন সেরিমনি
শিক্ষাক্ষেত্রে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য। এতদিন কেবল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরই মিলত বিশেষ সম্মান। এবার স্কুল পড়ুয়াদের ক্ষেত্রেও সেই নিয়ম চালু হতে চলেছে বাংলায়। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘Graduation ceremony’। জানা গিয়েছে, রাজ্যজুড়ে স্কুলে স্কুলে ২রা জানুয়ারি হবে এই সম্মান প্রদান করা হবে। খবর মিলছে, ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানের জন্যে ১৩ দফা নির্দেশিকা তৈরি করে ফেলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশিকা পাঠানোও হয়েছে। কালীপুজোর ছুটির পর স্কুল খুললেই রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদরা। তাঁদের মতে, নতুন ক্লাসে ওঠা ছাত্র-ছাত্রীদের মধ্যে এতে উৎসাহ আরও বাড়বে। মনে করা হচ্ছে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে স্কুল ছুটের সংখ্যাও হ্রাস পাবে।
সূত্রের খবর নির্দেশিকায় বলা হচ্ছে, প্রতিবছর ২ রা জানুয়ারি স্কুলগুলিতে ‘Graduation ceremony’ আয়োজন করতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে, এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবেন। ক্লাস টিচার তার ক্লাসে সব ছাত্রছাত্রীদের চকলেট মিষ্টি দিয়ে স্বাগত জানাবেন। ছাত্রছাত্রীরা ক্লাস টিচারকে তাদের পরিচয় জানাবেন। স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ক্লাস টিচার ছাত্রছাত্রীদের স্কুলের ইতিহাস- ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাবেন। অনুষ্ঠানের বা সম্মান জানানোর অনুষ্ঠানের ছবি, তথ্য রাখতে হবে। প্রত্যেক বছর স্কুলগুলিকে তা বুকলেট আকারে প্রকাশ করতে হবে। প্রত্যেক স্কুলে একটি করে ফটো কর্নার করতে হবে। যেখানে সব ছাত্রছাত্রীদের ফটো ও জন্ম তারিখ রাখতে হবে।
ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের (Students) প্রত্যেক বছর ছবি তুলতে হবে। সেই ছবিও ফটো কর্নারে লাগাতে হবে। প্রধান শিক্ষকের স্বাক্ষর করা অভিনন্দন বার্তা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দিতে হবে। ক্লাস মনিটর, কালচারাল মনিটর, স্পোর্টস মনিটর, মিড ডে মিল মনিটরদের এই সময়সীমার মধ্যেই মনোনয়ন করতে হবে। গ্রুপ লার্নিংয়ে ছাত্রছাত্রীদের যুক্ত করতে হবে। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা এমনভাবেই করতে হবে, যাতে পঠন-পাঠন সবচেয়ে ভাল হয়।
প্রসঙ্গত, উচ্চশিক্ষার ক্ষেত্রেই এই ধরনের ‘Graduation ceremony’-এর চল রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবং বিদেশে স্কুলগুলিতে ‘Graduation ceremony’ প্রচলিত। এবার বাংলার স্কুলগুলিতে এই ব্যবস্থা চালু করতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষাবিদ মহল রাজ্যের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।