খেলা বিভাগে ফিরে যান

পাকিস্তানের বিরুদ্ধে মারকাটারি ব্যাটিংয়ের সৌজন্যে ফের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে বিরাট

October 26, 2022 | < 1 min read

এ ভাবেও ফিরে আসা যায়! টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রবল চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতানোর পর বিরাট কোহলি সম্পর্কে এরকম ভাবেই বিস্ময় প্রকাশ করেছিলেন ক্রিকেট পন্ডিতরা। তাঁর সেদিনের ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস আসমুদ্র হিমাচলের মুখে হাসি ফুটিয়েছিল।আর সেই মারকাটারি ব্যাটিংয়ের সৌজন্যে টি-টোয়েন্টির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন ‘কিং কোহলি’। আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিং তালিকায় দেখা যাচ্ছে, পাঁচ ধাপ উঠে এসেছেন বিরাট। ব্যাটারদের মধ্যে প্রথম দশে তিনি। আপাতত ন’ নম্বরে রয়েছেন তিনি।

গত তিন বছরেরও বেশি সময় ধরে রান ছিল না বিরাটের ব্যাটে। চলতি বছরেই আগস্ট মাসে ৩৫ নম্বরে নেমে গিয়েছিল তাঁর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং। এই ছবিটা বদলাতে শুরু করে এশিয়া কাপের পর থেকে। ক্রিকেট থেকে একমাসের বিরতি নিয়ে এশিয়া কাপে কামব্যাক করেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে জীবনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও শতরানও করেছিলেন। ধীরে ধীরে র‍্যাঙ্কিং তালিকায় উপরের দিকে উঠে আসেন বিরাট।

প্রথম দশে বিরাট ছাড়াও রয়েছেন সূর্যকুমার যাদব। তবে বিশ্বর‍্যাঙ্কিংয়ে তাঁর অবনতি ঘটেছে। এক ধাপ নেমে তিন নম্বরে রয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Odi rankings, #India, #Cricket, #Virat Kohli, #Batting

আরো দেখুন