বিজেপির ‘ঘোড়া কেনাবেচা’-র পর্দাফাঁস! তেলেঙ্গানায় মুখ থুবড়ে পড়ল রিসর্ট পলিটিক্স
দেশজুড়ে বিরোধীদের অভিযোগ, ঘুর পথে ক্ষমতা দখলকে কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছে বিজেপি। ২০১৬ সাল থেকে মধ্যপ্রদেশ, মণিপুর, গোয়া, কর্ণাটক, পুদুচেরী, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর একের একের এক রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা ও জনাদেশকে উপেক্ষা করে পিছনের দরজা সরকার গড়ে গেরুয়া শিবির। কখনও অবিজেপি রাজ্যের ক্ষমতাসীন দলের নেতাদের ভাঙিয়ে, আবার কখনও বিপুল অঙ্কের টাকার বিনিময়ে বিধায়ক কিনে ক্ষমতায় আসে বিজেপি (BJP), বিরোধীরা এমনই অভিযোগ করে। সম্প্রতি ঘুর পথে মুম্বইয়ের ক্ষমতা দখল করেছে বিজেপি, বিজেপির ঝাড়খণ্ড দখলের স্বপ্নের অকাল মৃত্যু হয়েছিল বাংলার পুলিশি তৎপরতায়, এবার সেই তালিকায় নতুন সংযোজন তেলেঙ্গানা। কেসিআর সরকার ফেলার বন্দোবস্ত পাকা করে ফেলেছিল বিজেপি।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করেন টিআরএসের (TRS) সমাজমাধ্যমের কনভেনর ওয়াই সতীশ রেড্ডি। ভিডিওটি দেখে মনে করা হচ্ছে, কোনও একটি হোটেল রুমের মধ্যে ঘোড়াকেনা বেচার আসর বসেছিল। ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, তেলেঙ্গানায় অমিত শাহের চেষ্টা ব্যর্থ হল। বলাইবাহুল্য, ঘুর পথে ক্ষমতা দখলের চেষ্টাকেই ইঙ্গিত করা হয়েছে। সেই সঙ্গে আরও দাবি করা হয়েছে, তেলেঙ্গানায় (Telangana) শাসক দলের বিধায়ক কিনতে গিয়ে হাতে না নাতে ধরা পড়ল বিজেপি। বলা হচ্ছে, বিধায়ক প্রতি ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। একই সঙ্গে বলা হচ্ছে, তেলেঙ্গানা বিক্রি নেই। ভিডিওতে দেখা গিয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে। আপাতত এইটুকুই জানা গিয়েছে, ঘটনাক্রম ও তদন্ত যেভাবে এগোবে আমরা পাঠকদের জানাতে থাকব।
(প্রসঙ্গত, ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)