রিলি রুসোর সেঞ্চুরি, বাংলাদেশকে দুরমুশ করে বিশাল জয় দক্ষিণ আফ্রিকার
জায়ান্ট কিলার হওয়া হলো না সাকিবদের। ২০০-র ওপর রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে মাত্র ১৬.১ ওভারে ১০১ রানে অলআউট করে দিয়ে ১০৪ রানে জিতে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ইনিংসে ধ্বস নামালেন পেসার নর্তিয়ে এবং বাঁহাতি স্পিনার সামসি।
আজ সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা তাড়াতাড়ি ফিরে গেলেও অনবদ্য শতরান করেন রিলি রুসো। তিনি ৫৬ বলে ১০৯ রান করেন। ৩৮ বলে ৬৩ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন কুইন্টন ডি’কক। বাংলাদেশের পক্ষে ৩৩ রান দিয়ে ২ উইকেট পান অধিনায়ক সাকিব আল হাসান।
বিশাল রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিটন দাস (৩৪) এবং সৌম্য সরকার (১৫) ছাড়া বিশেষ কেউ রান পাননি আজ। শেষের দিকে তাসকিন আহমদ এবং মুস্তাফিজুর রহমান কিছুটা চেষ্টা করলে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। বাংলাদেশকে আজ কার্যত ধ্বংস করেন আনরিক নর্তিয়ে। ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪টি উইকেট পান তিনি। তাবরেজ সামসি পেলেন ২০ রানে ৩ উইকেট।