দেশ বিভাগে ফিরে যান

দেশে চাকরির পরিস্থিতি উদ্বেগজনক, আশঙ্কা RBI-এর এই প্রাক্তন গভর্নরের

October 28, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: krea.edu.in

দেশের অর্থনীতি নিয়ে কটাক্ষ করে বেশ কয়েকবার মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এবার তিনি আশঙ্কা প্রকাশ করলেন, ভারতে কর্মসংস্থান পরিস্থিতি সত্য়িই উদ্বেগজনক। কেন্দ্রকে পরামর্শ দিলেন এই বিষয়ে এখনই পদক্ষেপ গ্রহণ করতে।

বুধবার, ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আহমেদাবাদের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে’ এর এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন রঘুরাম রাজন। তিনি বলেন, ”আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি, সরকার কেবল এটুকু বললেই হবে না, বরং শ্রমপ্রধান চাকরিকে সমর্থন দিতে হবে। এই ধরনের চাকরি সৃষ্টি করতে হবে। আমি কিন্তু মনে করছি পরিস্থিতি উদ্বেগজনক।”

রঘুরাম রাজন জানান, তিনি মনে করছেন, দেশে যেভাবে মানুষ কৃষিক্ষেত্র ছেড়ে চাকরি ও নির্মাণকাজের দিকে ঝুঁকছে তা কোনও বর্ধিষ্ণু অর্থনীতির জন্য ভাল লক্ষণ নয়। তিনি এই অনুষ্ঠানে জানান, ”গত দুই বছরে আমরা লক্ষ করছি ফের কৃষিক্ষেত্রে ফিরছে মানুষ। সেই হিসেবে বেকারত্বের সংখ্যাতেও অনেকটা ভ্রান্তি থাকছে। কেননা এই হিসেবে কিন্তু কৃষিক্ষেত্রে ফিরে যাওয়া মানুষের ধরা হচ্ছে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #job, #employment, #Raghuram Rajan, #RBI Governor

আরো দেখুন