বিনোদন বিভাগে ফিরে যান

হিমাচল থেকে ২০২৪-এর লোকসভা ভোটে লড়তে পারেন কঙ্গনা? দিলেন ইঙ্গিত

October 29, 2022 | < 1 min read

হিমাচল থেকে ২০২৪-এর লোকসভা ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম বড় সমর্থক অভিনেত্রী কঙ্গনা রানাউত? সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের একটি অনুষ্ঠানে সঞ্চালকের সঙ্গে কথা বলার সময় কঙ্গনা রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। তিনি রাজনীতিতে প্রবেশ করে জনসেবা করার জন্য রাজি কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, তিনি সব ধরনের কাজে অংশগ্রহণের জন্য খুবই রাজি আছেন।

কঙ্গনা রানাউত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় দিয়ে একজন অভিনেতা হিসাবে তার দক্ষতা প্রমাণ করেছেন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘ধাকড়’ ছবিতে এজেন্ট অগ্নি চরিত্রে। এছাড়াও রানী লক্ষীবাঈয়ের চরিত্রে অভিনয় করেও তিনি নজর করেছিলেন। বেশ কয়েকটি ছবি পাইপলাইনে রয়েছে কঙ্গনার ।

এদিন রাজনীতিতে যোগদানের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে, কঙ্গনা রানাউত সঞ্চালক কে বলেন বলেন,তিনি সব ধরনের অংশগ্রহণের জন্য রাজি আছেন। তিনি আরও লেন, হিমাচল প্রদেশের লোকেরা যদি তাঁকে সেবা করার সুযোগ দেয় তবে তা খুব ভালো হবে। তাই, অবশ্যই, তার কাছে তা সৌভাগ্যের বিষয় হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kangana Ranaut, #kangna, #bjp, #politics

আরো দেখুন