রাজ্য বিভাগে ফিরে যান

দেশের সেরা হয়ে স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলার প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’

October 29, 2022 | < 1 min read

এবার দেশের মধ্যে সেরার শিরোপা পেল বাংলার প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। শুক্রবার রাতে এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত চলতি বছরেই এর আগে রাজ্যের বন ও পরিবেশ দপ্তর, পরিবহণ দপ্তর, শিল্প, অর্থ এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর নিজ নিজ ক্ষেত্রে অসাধারণত্ব দেখিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে।

নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা।

২০২১ সালের ২৩ জুলাই মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন। আগস্টের মধ্যেই রাজ্যের দেড় কোটি মহিলার নাম এই প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়। তফসিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা ও অন্যান্য মহিলাদের ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #SKOCH Award, #Lakshmir Bhandar

আরো দেখুন