রাজ্য বিভাগে ফিরে যান

শেষ দশ বছরে শীতলতম অক্টোবরের সাক্ষী থাকল তিলোত্তমা

October 30, 2022 | < 1 min read

কার্তিকের প্রায় মাঝামাঝি, বর্ষা বিদায় নিয়েছে। ক্রমশ বাংলায় চেপে বসছে হেমন্ত তথা প্রাক শীতের মরশুম। ইতিমধ্যেই চার ডিগ্রি তাপমাত্রা কমে কলকাতায় পারদের রেকর্ড পতন হয়েছে। শেষ এক দশকে শীতলতম অক্টোবরের সাক্ষী থাকল ২০২২। শীতের আমেজ, আবহাওয়া এখন বেশ উপভোগ্য। কিন্তু কবে থেকে পুরোদস্তুর শীত উপভোগ করবে বঙ্গবাসী?

২০১২ সালের অক্টোবরে কলকাতায় পারদ নেমেছিল ১৯ ডিগ্রির ঘরে, চলতি বছর আবারও ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল পারদ। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এক ঝটকায় চার ডিগ্রি করে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও দিনভর তাপমাত্রা এমনই থাকবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদদের মত, আসন্ন শীতের মরশুম দীর্ঘস্থায়ী হবে, নতুন বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে, এমনটাই তাদের মত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে, আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। আগামী এক সপ্তাহ শহরের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করায় শহরের তাপমাত্রার পারদ কমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Winter, #October, #Winter season

আরো দেখুন