খেলা বিভাগে ফিরে যান

পার্থে প্রথমে ব্যাট করবে রোহিতরা, দুই দলেই একটি করে পরিবর্তন

October 30, 2022 | < 1 min read

পার্থে টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করবে টিম ইন্ডিয়া। রানের পাহাড় প্রোটিয়াদের উপর চাপিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার রণ কৌশল নিয়েছে ভারত। আজকের ম্যাচে দুই দলেরই প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। অক্ষর প্যাটেলের বদলে দলে এসেছেন দীপক হুডা। দক্ষিণ আফ্রিকা দলে তাবরেজ সামসীর বদলে লুঙ্গি এনগিডি এসেছেন প্রথম একাদশ।

কেএল রাহুল ফের একবার সুযোগ পেলেন, তিনি ও রোহিত ওপেন করবেন। একমাত্র স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন থাকচ্ছেন।অর্শদীপ সিং, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার তিন পেসার থাকছেন। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা দলে কাগিসো রাবাডা, আনরিখ নখিয়া, লুঙ্গি এনগিডি ও ওয়েন পার্নেল; চার পেসার খেলছেন। প্রোটিয়াদের একমাত্র স্পিনার হলেন কেশব মহারাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#South Africa, #t20 world cup 2022, #India, #Cricket

আরো দেখুন