রাজ্য বিভাগে ফিরে যান

গুজরাতের কান্নার ঢেউ আছড়ে পড়ল বর্ধমানে, পরিবারের দুঃখ ঘোচানো হল না হাবিবুলের

October 31, 2022 | < 1 min read

স্বজন হারানোর যন্ত্রনায় কাঁদছে গুজরাত। মোরবির মচ্ছু নদীর উপরের কেবল ব্রিজ বিপর্যয়ে (Morbi Bridge Collapse) নেমে এসেছে মৃত্যু মিছিল। বাংলাতেও আছড়ে পড়েছে শোকের ঢেউ। আনন্দ করে বন্ধুদের সঙ্গে কেবল ব্রিজ দেখতে গিয়েছিলেন। কিন্তু ব্রিজ দেখে আর ফেরা হল না, বিপর্যয়ে প্রাণ গেল বাংলার কেশববাটির যুবকের।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু-নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুল শেখের জীবন কেড়ে নিল মচ্ছু নদীর ব্রিজ। মেধাবী হাবিবুলের পড়াশোনার অন্তরায় হয়ে দাঁড়ায় নিত্যদিনের অভাব। একাদশ শ্রেণীতেই লেখাপড়ায় ইতি টানে হাবিবুল। সোনার কাজ করার জন্যে কাকার কাছে গুজরাতে পাড়ি দিলেন। দশ মাস হল সেখানে সোনার কাজ করছিলেন। টাকা বাড়িতে পাঠাতেন। একটু একটু করে সচল হচ্ছিল সংসারের চাকা।

কিন্তু তার আর বাড়ির লোকের দুঃখ ঘোচানো হল না। রবিবারের ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মচ্ছু নদীর উপরের কেবল ব্রিজে গিয়েছিলেন তিনি। ব্রিজ ভেঙে নদীতে তলিয়ে যান হাবিবুল। বেশ কিছুক্ষণ পর হাবিবুলের দেহ উদ্ধার হয়। কাকাই বাড়িতে দুঃসংবাদ জানান।এখন হাবিবুলের নিথর দেহ ফেরার অপেক্ষায় তার পরিবার। ​​হাবিবুলের বাবা-মাসহ গোটাপরিবার শোকে কাতর। নিজেদের সামলাতে পারছেন না কেউ। ​ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা।

TwitterFacebookWhatsAppEmailShare

#gujarat, #Morbi Bridge Collapse, #West Bengal

আরো দেখুন