খেলা বিভাগে ফিরে যান

ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেই কলকাতা লিগ জয় অপরাজিত মহমেডানের

November 1, 2022 | < 1 min read

ছবি প্রতীকী সৌজন্যে- টুইটার

রবিবার সুপার সিক্সের ম্যাচে এরিয়ানের সঙ্গে ভবানীপুর ১-১ গোলে ড্র করতেই এক ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বার কলকাতা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয় মহমেডান। মর্যাদার মিনি ডার্বি কে জিতবে? সেই দিকেই তাকিয়ে ছিলেন সবাই।

এদিনের খেলায় ইস্টবেঙ্গলও জিতল না, মহামেডান স্পোর্টিংও হারল না। যদিও ম্যাচটা ইস্টবেঙ্গল জিততেই পারত। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু শেষ পর্যন্ত সেই গোল আর ধরে রাখা গেল না। ফসলু সমতা ফেরালেন খেলার একেবারে শেষ লগ্নে। তার পরে কেউ আর গোল করতে পারেনি। ওসমানের হেড থেকে যখন ফজলু বলটা পেলেন তখন তিনি অরক্ষিতে দাঁড়িয়ে ছিলেন। ঠান্ডা মাথায় ইস্টবেঙ্গলের জালে বল জড়ান তিনি। ফলে এগিয়ে থেকেও ম্যাচটা জিততে পারল না ইস্টবেঙ্গল।

কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে এখনও পর্যন্ত জিততে পারেনি ইস্টবেঙ্গল। ভবানীপুরের কাছে শেষ ম্যাচও হেরে গিয়েছে। তাই ছন্দে থাকা মহমেডানের বিরুদ্ধে আন্ডারডগ হয়েই মাঠে নামে লাল হলুদ বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammedan SC, #Calcutta Football League

আরো দেখুন