খেলা বিভাগে ফিরে যান

২০ রানে কিউই বধ, সেমিনফাইনালে যাওয়ার আশা রইল ইংল্যান্ডের

November 1, 2022 | < 1 min read

নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) গ্রুপ ১ থেকে সেমিফাইনালে যাবার রাস্তা খোলা রাখল ইংল্যান্ড। ৪টি করে ম্যাচ খেলার পর গ্রুপ ১-র শীর্ষে নিউজিল্যান্ড, দু’নম্বরে ইংল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া। তিন দলেরই পয়েন্ট সংখ্যা ৫।

আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের (England) অধিনায়ক জস বাটলার। শুরুটা ভালোই হয়েছিল। বাটলার নিজে ৪৭ বলে ৭৩ রান করেন। অপর ওপেনার আলেক্স হালেস ৪০ বলে ৫২ রান করেন। তারপর লিয়াম লিভিংস্টোন (২০) ছাড়া অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ২০ ওভার খেলে ১৭৯/৬ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ২টি উইকেট পান।

জিততে হলে করতে হবে ১৮০ রান, এই অবস্থায় ব্যাট করতে নাম নিউজিল্যান্ড (New Zealand)। কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসন (৪০) এবং গ্লেন ফিলিপ্স (৬২) ছাড়া সেরকম ভাবে রান পাননি কোনও কিউই ব্যাটারই। ২০ ওভার খেলে ১৫৯/৬ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস আজ সাতজন বোলারকে ব্যবহার করেন বাটলার। ক্রিস ওকস এবং স্যাম কুরআন ২টি করে উইকেট পান।

TwitterFacebookWhatsAppEmailShare

#t20 world cup 2022, #England vs New Zealand

আরো দেখুন