আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা, সেমিফাইনালের আশা অনেক দূরে
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) গ্রুপ ১-র খেলায় অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। তবে চার ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে তারা এখন গ্রুপে চতুর্থ স্থানে, সেমিফাইনালে ওঠা যথেষ্ট কঠিন।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নাম আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৪৪/৮। ওপেনার রামানুল্লাহ গুরবাজ সর্বাধিক ২৮ রান করেন। শ্রীলঙ্কার (Sri Lanka) হয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট পান হাসারাঙ্গা ডি সিলভা।
জিততে হলে করতে হবে ১৪৫ রান, এই অবস্থায় ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ৯ বল বাকি থাকতেই, ১৮.৩ ওভারে ১৪৮/৪ করে ম্যাচ জিতে যায়। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান করেন ধনঞ্জয় ডি সিলভা (৪২ বলে ৬৬)। আফগানিস্তানের (Afghanistan) হয়ে দুটি করে উইকেট পান মুজিব উর রহমান এবং রশিদ খান। ৪টি ম্যাচে ২ পয়েন্ট পেয়ে গ্রুপ ১-র তলায় আফগানিস্তান।