খেলা বিভাগে ফিরে যান

2022 FIFA World Cup : কাতারে বিদেশি শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ?

November 1, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ টুইটার

ফুটবল বিশ্বকাপ শুরু (FIFA World CUP 2022) হতে মাসখানেকও বাকি নেই। এরমধ্যে নতুন করে বিতর্কে জড়াল আয়োজক দেশ কাতার। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি, সংস্কার ও অন্যান্য কাজের জন্য বিদেশ থেকে যে শ্রমিকদের আনা হয়েছিল, তাঁদের থাকার জন্য দোহায় কয়েকটি আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। শ্রমিকরা ওই আবাসনগুলিতেই থাকেন।

বিশ্বকাপে আগত অতিথিদের ওই আবাসনগুলিতে ভাড়া দেওয়া হবে, তাই শ্রমিকদের (Workers) অবিলম্বে ঘর ছাড়তে হবে বলে জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন। মাত্র ২ ঘণ্টার নোটিশে শ্রমিকদের ঘর থেকে বের করে দেওয়া হয়। বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে কাজের জন্য কাতারে যাওয়া হাজারো শ্রমিক এখন আশ্রয়হীন হয়ে মালপত্র নিয়ে ফুটপাতে রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ডজনখানেক বহুতল খালি করে স্থানীয় প্রশাসনের তরফ অ্যাপার্টমেন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। দোহার আল মানসৌরা জেলার এক একটি বহুতলে ১২০০-র মতো শ্রমিক থাকতেন। বুধবার রাত আটটা নাগাদ স্থানীয় প্রশাসন ওই আবাসনগুলি খালি করার নির্দেশ দেয়। হইচই পড়ে যায় শ্রমিকদের মধ্যে। সাড়ে দশটার মধ্যে তারা ফিরে আসে এবং বলপূর্বক শ্রমিকদের পরিবার-সহ ঘর থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। কেউ কেউ নিজেদের দরকারি জিনিসপত্র সঙ্গে নিয়ে বেরোতে পারেননি। এশিয়ান এবং আফ্রিকান শ্রমিকরা এখন পরিবার নিয়ে নিজেদের সাধ্যমতো আশ্রয় খুঁজছে। অনেকে পরিবার নিয়ে বহুতলগুলির সামনের ফুটপাথে আশ্রয় নিয়েছেন!
আর এই বিষয়টি নিয়ে ফিফা বরাবরের মতোই মৌন।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Qatar World Cup 2022, #Doha, #workers

আরো দেখুন