আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

এবার থেকে টুইটারে ব্লু-টিক’ থাকলে মাসে দিতে হবে ৮ ইউএস ডলার

November 2, 2022 | < 1 min read

ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর টুইটারে ‘ভেরিফিকেশন’ প্রক্রিয়ায় যে বদলাচ্ছে, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার ‘ব্লু-টিক’ থাকা ভেরিফায়েড অ্যাকাউন্টওলা ব্যবহারকারীকে প্রতি মাসে দিতে হবে ৮ ইউএস ডলার (প্রায় ৬৬১ টাকা)। মঙ্গলবার টুইট করে একথা ঘোষণা করলেন সংস্থার নতুন কর্ণধার মাস্ক (Elon Musk)। মাস্ক এও জানিয়েছেন যে দেশ-বিশেষে এই দাম ঠিক করা হবে।

মাস্ক জানিয়েছেন, টুইটারে (Twitter) পুনর্গঠন করা হচ্ছে ব্যবহারকারীদের প্রোফাইল যাচাই করার গোটা পদ্ধতিটাই। তিনি জানান,এই পদক্ষেপ নেওয়া হয়েছে ‘রাজা-প্রজার বৈষম্য’ মুছতেই। বাড়তি সুবিধা বাবদ ব্লু-টিক’ থাকা অ্যাকাউন্টের ব্যবহারকারীরা পেতে চলেছেন ‘ ইউজাররা রিপ্লাই, সার্চ এবং মেনশনের ক্ষেত্রে প্রাধান্য এবং দীর্ঘ ভিডিও ও অডিও সুযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #Elon Musk, #Blue tick

আরো দেখুন