খেলা বিভাগে ফিরে যান

জিম্বাবোয়েকে হারিয়ে দিল গ্রুপ টেবিলের তলায় থাকা নেদারল্যান্ডস

November 2, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ AP

পরপর দুটি ম্যাচ জেতা এবং তারপর রানরেটের খেলায় জিম্বাবোয়ের একটা ক্ষীণ সুযোগ ছিল গ্রুপ-২এর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ওঠার। কিন্তু বুধবার অ্যাডিলেডে সিকান্দার রাজাদের সেই আশায় জল ঢেলে দিল দ্য নেদারল্যান্ডস (Netherlands)।

আজ টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.২ অভিভারে ১১৭ রান করে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে (Zimbabwe)। শন উইলিয়ামস (২৮) এবং সিকান্দার রাজা (৪০) ছাড়া কোনও ব্যাটার দুই অংকের রান করতে পারেন। নেদারল্যান্ডসের হয়ে ৩টি উইকেট নেন পল ভ্যান মিকেরেন।

১১৮ রানের লক্ষ্যে নেমে ২ ওভার বাকি থাকতেই রান তোলে দেয় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউড করেন ৫২ রান। টম কুপার করেন ৩২ রান। ১৮ ওভারে ১২০/৫ করে দ্য নেদারল্যান্ডস। এর ফলে ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়ে সেমী ফাইনালে যাবার আশা কার্যত শেষ জিম্বাবোয়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

#netherlands, #Zimbabwe, #T20 World Cup

আরো দেখুন