কলকাতা বিভাগে ফিরে যান

একদিনে ১৭ হাজার রোগীকে চিকিৎসা পরিষেবা, নজির গড়ল পিজির ওপিডি

November 2, 2022 | < 1 min read

রেকর্ডসংখ্যক রোগীকে পরিষেবা দিয়ে নজির গড়ল পিজি (SSKM Hospital)। উৎসবের মাসে অতীতের সব রেকর্ড ভেঙে দিল পিজি হাসপাতালের আউটডোর বিভাগ। দিনটা ছিল ১৭ অক্টোবর। স্বাস্থ্যদপ্তরের কর্তাদের বক্তব্য, ওই দিন পিজির আউটডোরে ১৭ হাজার মানুষ চিকিৎসা করাতে এসেছিলেন। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে স্বাধীনোত্তর বাংলায় রেকর্ড গড়ল পিজি। পিজির ৩১৫ বছরের গৌরবের ইতিহাসে এটি নজির হয়ে থাকবে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের দাবি, বাংলার ইতিহাসে এককভাবে কোনও হাসপাতালের আউটডোরে এত সংখ্যক রোগী আগে কোনওদিন হয়নি। স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্যের মতে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন এটি।

পিজি হাসপাতাল তরফে জানা গিয়েছে, ১৭ অক্টোবর মেডিসিন বিভাগে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ১৮০০ রোগী এসেছিলেন। সার্জারিতে আসেন প্রায় ৭০০, গাইনি বিভাগে দেখাতে এসেছিলেন প্রায় ৮৫০ রোগী। এছাড়াও চর্মরোগ বিভাগে ১১৫০, অর্থোপেডিকে ১২২০, ইএনটিতে ৯০০ জন রোগী আসেন। নিউরোমেডিসিন ও নিউরোসার্জারিতে যথাক্রমে ১৭০০ ও ৭০০ রোগী (patients) এসেছিলেন বলে খবর। হাসপাতালের কর্মীরা বলছেন, ১৭ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আউটডোর চলেছিল।​​

পিজিতে এখন কর্মী সংখ্যা প্রায় ২৫০০। প্রায় ১২০০ জন শিক্ষক-চিকিৎসক, মেডিক্যাল অফিসার ও জুনিয়র ডাক্তার আছেন। পিজিতে ৩৯টি বিভাগের আউটডোর রয়েছে, ৩০০ জন চিকিৎসক ও কর্মী সপ্তাহে সোম থেকে শনি তা সামলান। সোম থেকে বুধবার গড়ে ১২ হাজারের মতো রোগী এখানে আসেন দেখাতে। অন্যান্য দিনে এই সংখ্যা একটু কম। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, এর আগে পিজির আউটডোরে একদিনে ১৫ হাজার ৬০০ রোগী দেখার রেকর্ড ছিল। এবার তা ছাপিয়ে গিয়ে নয়া রেকর্ড গড়েছে পিজি হাসপাতাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#sskm hospital, #patients

আরো দেখুন