খেলা বিভাগে ফিরে যান

T20 World Cup 2022 : সেমি-ফাইনালে ওঠার জন্য কোন দলের কী সমীকরণ?

November 2, 2022 | 2 min read

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনাল রাউন্ডের ম্যাচে ওঠার জন্য সব দলই প্রস্তুত। এখনও পর্যন্ত সব দল সুপার-১২ পর্বে ওঠার আগে একটি ক্লাইম্যাক্সের উপর দাঁড়িয়ে আছে।

অঙ্কের হিসাবে ১২ টি দলের মধ্যে ১১ টি দলের এখনও পর্যন্ত শেষ চারে পৌঁছানোর সুযোগ রয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমি-ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। বেশ কয়েকটি দল পয়েন্ট অনুযায়ী মূল পর্বে পৌঁছাতে পারে। নেট রান-রেট নির্ধারণ করবে কোন দলের কী সম্ভাবনা!

একনজরে দেখে নিন সেমি-ফাইনালে ওঠার জন্য কোন দলের কী করা দরকার?

  • নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ভাল রান-রেটের জন্য শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউইদের জয় মূল পর্বে খেলার ক্ষেত্রে কয়েকধাপ এগিয়ে দিয়েছে। কারণ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টিঁকে থাকতে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানের জয় প্রয়োজন।
  • ইংল্যান্ড: মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ রানের জয়ে সেরা দুইয়ে ফিরেছে ইংল্যান্ড। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার চেয়ে ইংল্যান্ডের রান-রেট উল্লেখযোগ্যভাবে ভাল। শ্রীলংকার বিপক্ষে একটি জয় ইংল্যান্ডের অগ্রগতিকে আরও নিশ্চিত করবে।
  • অস্ট্রেলিয়া: সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানের জয়ে অস্ট্রেলিয়া শীর্ষ দুইয়ে উঠে এলেও মঙ্গলবার ইংল্যান্ড তাদের হারিয়ে দেয়। তাই শেষ ম্যাচে তাদের আফগানিস্তানকে হারাতে হবে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার রান-রেট বর্তমানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের চেয়ে অনেক কম।
  • শ্রীলঙ্কা: আফগানিস্তান যদি চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়াকে পরাজিত করে তবে শ্রীলঙ্কা শেষ চারে উঠতে পারে। শুধু তাই নয়, সেই সঙ্গে আগামি ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে।
  • আয়ারল্যান্ড: আয়ারল্যান্ডের শেষ চারে ওঠার আশা শেষ। মঙ্গলবার ইংল্যান্ড ও শ্রীলঙ্কার জয়ে আয়ারল্যান্ডের টিঁকে থাকার শেষ সম্ভাবনা টুকুও শেষ হয়ে গেছে।
  • আফগানিস্তান: শ্রীলঙ্কার কাছে হেরে আফগানিস্তান আর শেষ চারে ওঠার যোগ্যতা অর্জন করতে পারছে না।
  • দক্ষিণ আফ্রিকা: রবিবার ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় নির্ণায়ক স্থানে পৌঁছে দেয়। শেষ চারে পৌঁছানোর জন্য তাদের বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে জিততে হবে।
  • ভারত: এখনও পর্যন্ত ভারত একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্রুপের আরও দুটি ম্যাচ খেলতে হবে ভারতকে। আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এরপর ৬ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে হবে। এই দুটি ম্যাচে জয়লাভ করলে ভারতও একটি সুরক্ষিত অবস্থানে থাকতে পারবে।
  • বাংলাদেশ: এই দলকে টিঁকে থাকতে গেলে আজ ভারতের বিরুদ্ধে জিততে হবে, না হলে রান-রেট কম হওয়ার কারনে চূড়ান্ত খেলা থেকে ছিটকে যেতে পারে বাংলাদেশ।
  • জিম্বাবোয়ে:জিম্বাবোয়ে: বুধবার টিঁকে থাকতে নেদারল্যান্ডসকে হারাতে হত এই দলটিকে। কিন্ত সেটা আর হলো না। প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকে গেল জিম্বাবোয়ে।
  • পাকিস্তান: পাকিস্তানও এখনও উন্নতি করতে পারে। তবে তাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে। সবটাই নেট রান-রেটের উপর নির্ভর করবে।
  • নেদারল্যান্ডস: নেদারল্যান্ডস তাদের প্রথম তিন ম্যাচ হেরে বিদায় নিয়েছে।

তথ্য ঋণঃ বিবিসি

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #t20 world cup 2022, #Semi final

আরো দেখুন