খেলা বিভাগে ফিরে যান

আজ ৬৪* করার পর কোন কোন রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি? জেনে নিন

November 2, 2022 | < 1 min read

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার বাংলাদেশ ম্যাচে একাধিক নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। আজ তিনি টপকে গেলেন এই অস্ট্রেলিয়ায় গড়া সচিন তেন্ডুলকরের কীর্তি। আজ বিরাট বাংলাদেশের বিরুদ্ধে আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। চলতি টি ২০ বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় অর্ধশতরান। এর ফলে ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রানের নজির এখন কোহলির দখলে। অস্ট্রেলিয়ায় ৮৪টি ইনিংস খেলে ৩৩০০ রান করেছিলেন সচিন তেন্ডুলকরl অস্ট্রেলিয়ায় আপাতত ৬৮টি ইনিংসে বিরাট ৩৩৫০ রান করে ফেললেন।

এছাড়াও এদিনের ইনিংস খেলার ফাঁকে বিরাট ভেঙে দিয়েছেন মাহেলা জয়বর্ধনের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। রেকর্ডটি ছিল জয়বর্ধনের দখলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১টি ম্যাচ খেলে জয়বর্ধনের মোট রান ১০১৬। বিরাট কোহলি আজকের ম্যাচটি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলছেন, ২৩টি ইনিংসে তাঁর রান ১০৬৫।

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #t20 world cup 2022, #India, #Cricket

আরো দেখুন