রাজ্য বিভাগে ফিরে যান

বাসমতীতে নেই, এদিকে গোবিন্দভোগ রপ্তানিতে ২০% শুল্কে বিপদে বাংলার চাষীরা

November 3, 2022 | < 1 min read

বাসমতীর মতো সুগন্ধি চালের ওপর থেকে উপর থেকে ২০ শতাংশ আবগারি শুল্ক মকুব করেছে কেন্দ্র। একই ভাবে গোবিন্দভোগের উপর থেকেও আবগারি শুল্ক মকুব করা হোক, এই অর্থে আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গোবিন্দভোগ চাল গোটা দেশে বিভিন্ন পুজোর ভোগ হিসাবে জনপ্রিয়। এছাড়াও সঙ্গে ইউরোপের দেশগুলি এবংমধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ওমান, বাহরিনের মতো নানা দেশে বিপুল চাহিদা আছে গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ রফতানিতে ওই দেশগুলিতে উৎসাহ দিয়ে আসছে রাজ্য সরকার। প্রসঙ্গত, গোবিন্দভোগ চাল ২০১৭ সালের ২৪ অক্টোবর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) স্বীকৃতিও পেয়েছে।

কেন্দ্রের ২০ শতাংশ আবগারি শুল্কের জেরে চাহিদা সত্ত্বেও গোবিন্দভোগ চালের ব্যবসা মার খাচ্ছে। ফলে কৃষকেরা ভুক্তভোগী হচ্ছেন ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Rice, #PM Modi, #Gobindobhog, #Gobindobhog rice

আরো দেখুন