← বিনোদন বিভাগে ফিরে যান
অস্কারে মনোনয়ন পেল SRFTI-এর ছাত্রদের তৈরী শর্টফিল্ম
অস্কারে মনোয়ন পেল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI ) ছাত্রদের তৈরি স্বল্প দৈর্ঘ্যের অসমীয় ছবি‘মোর ঘোড়ার দুরন্ত গতি’ (দ্য হর্স ফ্রম হেভেন)।
মহর্ষি তুহিন কাশ্যপ ১৫ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি।
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম হয় এই ছবিটি অসমের প্রাচীন লোকসংস্কৃতি থেকে উঠে এসেছে। ছবির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক মহর্ষি। SRFTI-এর তৃতীয় বর্ষের এই ছাত্র মহর্ষির সহপাঠী অর্ণব লাহা এই ছবির সিনেম্যাটোগ্রাফার। সাউন্ড ডিজাইনার অর্ণব বোরা ও সোমনাথ গগৈ। সম্পাদনা করেছেন পুলকিত ফিলিপ।