প্রাপ্য বেতনের দাবিতে পথে দক্ষিণ কলকাতার এই নামি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

প্রাপ্য বেতনের দাবিতে এবার পথে নামতে বাধ্য হলেন কলকাতার একটি নামি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার রীতিমতো স্কুলের দেওয়ালে দাবি দেওয়ার পোস্টার লাগিয়ে স্কুলের সামনের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা। স্কুলেরই এক শিক্ষিকা, উর্মি বোস চৌধুরী আজ সকালে সমাজমাধ্যমে এই ‘প্রতিবাদের কথা মেলে ধরেন।

সোশ্যাল মিডিয়াতেও এবিষয়ে সরব হচ্ছেন অনেকে। পাঠভবনের (path bhavan school) শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, স্কুলের পঠনপাঠন যথারীতি চলছে। আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি। অথচ আমরা আমাদের প্রাপ্য বেতন পাইনি, কবে পাবো তা জানা নেই। স্কুল প্রশাসনিক এবং অচলাবস্থায় স্তব্ধ।

স্কুলের বাংলার শিক্ষক দেবাশিস পাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘T.I.C. এর অপরিণামদর্শিতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং চূড়ান্ত অমানিবকতা–এই পরিণামের জন্য সম্পূর্ণ ভাবে দায়ী !!’

’সামাজিক মাধ্যমে #PathaBhavandieing #Pleasesavetheschool হ্যাসট্যাগ দিয়ে নিজেদের স্কুলের এই অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পাঠভবনের প্রাক্তনীরা।



