উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কিউইরা
বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল নিউজ়িল্যান্ড। আজ জয়ের সুবাদে গ্রূপ ১-এ ৫টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট হল ৭। নেট রান রেট ২.১১৩।
অ্যাডিলেডে আজ টসে জিতে নিউজ়িলান্ডকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বলবির্নি। কিন্তু ফিন অ্যালেন (৩২), ডেভন কনওয়ে (২৮), অধিনায়ক কেন উইলিয়ামসন (৬১) এবং শেষের দিকে ড্যারিল মিচেলের (৩১) দাপটে ১৮৫/৬ রান তোলে কিউইরা। আয়ারল্যান্ডের পক্ষে ২২ রানে ৩ উইকেট পান জশ লিট্ল। হ্যাট্রিক করেন তিনি। ১৯তম ওভারে কেন উইলিয়ামসন, জেমস নিশ্যাম এবং মিচেল শাটনারকে আউট করেন তিনি।
জিততে হলে করতে হবে১৮৬ রান, এই অবস্থায় ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড প্রথম ৮ ওভারে ৬৮ রান তোলেন দুই ওপেনার পল স্টার্লিং (৩৭) এবং অ্যান্ডি বিলবার্নি (৩০)। এর পরে ফার্গুসনের আগুন বোলিংয় সামলাতে বেগ পে আইরিশ ব্যাটাররা। নেন ৩ উইকেট পান ফার্গুসন। ২’টি করে উইকেট পান টিম সাউদি, সোধি এবং স্যান্টনার। আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৫০/৯ রানে।